ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে ইউএসএআইডি

যুক্তরাষ্ট্রের সরকার সে দেশের প্রধান উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ দেশের দুর্যোগপ্রবণ এলাকায় প্রায় ১০০টি বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য চার বছর মেয়াদি সাড়ে চার কোটি ডলার প্রকল্পে অর্থায়ন করছে। এ আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি মুহূর্তে এক লাখ ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।এ ছাড়া স্বাভাবিক সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত না হলে আনুমানিক ১৮ হাজার শিক্ষার্থীর জন্য বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। গতকাল রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


এতে আরো জানানো হয়, আশ্রয় কেন্দ্রগুলোয় প্রাথমিক চিকিৎসা সুবিধাসহ গর্ভবতী নারীদের জন্য আলাদা কক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাসহ পানি সরবরাহের সুবিধা রয়েছে। ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই) এই প্রকল্প বাস্তবায়ন করছে। উল্লেখ্য, বাংলাদেশে দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার কর্মসূচিতে বিনিয়োগের ব্যাপারে ইউএসএআইডির দীর্ঘমেয়াদি অঙ্গীকার রয়েছে। ইউএসএআইডির কর্মসূচির মধ্যে রয়েছে ৫০০টি বহুমুখী বন্যা এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণ ও সংরক্ষণ এবং বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ঢেউ প্রতিরোধক দেয়াল ও মাটির বাঁধ নির্মাণ। ইউএসএআইডি ক্ষয়ক্ষতি কমাতে রাস্তা ও বাঁধের মতো প্রায় চার হাজার ভৌত অবকাঠামো নির্মাণ করেছে। এ ছাড়া জরুরি মুহূর্তে সাড়াদানের জন্য স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষণ দিয়েছে এবং উপকূলীয় এলাকার জন্য ঘূর্ণিঝড় পূর্বপ্রস্তুতি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

No comments

Powered by Blogger.