ইসরাইলে আটক বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে

ন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশি এক নাগরিককে ইসরাইলের কারাগার থেকে দেশে ফিরিয়ে এনেছে। তাঁর নাম সাগর আহমেদ। বাড়ি হবিগঞ্জে। তিনি গত বছর আগস্ট মাস থেকে ইসরাইলের একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে (অভিবাসন কারাগার কেন্দ্র) আটক ছিলেন। গত শনিবার রাত ২টার দিকে তাঁকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগর হোসেন মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ইসরাইলের সীমান্ত অতিক্রম করার পর তাঁকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। পরে তাঁকে অভিবাসন কারাগার কেন্দ্রে আটক রাখা হয়।


রেডক্রস সূত্র জানায়, বন্দিদের প্রতি আচরণ এবং তাঁদের আবাসস্থলের অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে নিয়মিত কারাগার পরিদর্শনের সময় আইসিআরসির একজন ডেলিগেটের কাছে বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। ঢাকার আইসিআরসির হেড অব ডেলিগেশন ক্রিস্টফ ভগট জানান, 'আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা একটি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ও তাঁকে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিই।'
এই প্রত্যাবাসনের আগে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক হবিগঞ্জে বন্দির পরিবারের সঙ্গে দেখা করেন। বন্দির পরিবারের সদস্যরা তাঁকে (বন্দিকে) ফিরিয়ে আনতে আইসিআরসি-কে অনুরোধ জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক জিয়াউল হক বলেন, 'যখন পরিবারকে জানানো হয় যে তারা তাদের ছেলেকে আবার দেখতে পাবে, যেখানে ছেলেটি এক বছরের বেশি সময় ধরে দূরে আছে, সত্যি এটি একটি অভাবনীয় ও বিষ্ময়কর মুহূর্ত! আমি আসলেই আর সে দিনটির জন্য অপেক্ষা করতে পারছিলাম না যে, কখন আবার তাদের পুনর্মিলন ঘটবে।'
সূত্র জানায়, আইসিআরসি বিশ্বজুড়ে কারাগারগুলো পরিদর্শন করে থাকে। তারা কারাগারে আটক বন্দিদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করে। আইসিআরসি পরিদর্শনের সময় পাওয়া তথ্য নিয়ে গোপনীয়তার সঙ্গে শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

No comments

Powered by Blogger.