লংমার্চ নেত্রকোনায়-জাতীয় সম্পদ রক্ষায় ছাত্র-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার

সুনেত্র অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চার দিনব্যাপী লংমার্চ গতকাল রবিবার তৃতীয় দিনে নেত্রকোনায় পেঁৗছেছে। সেখানকার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে জাতীয় সম্পদ রক্ষায় দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। তাঁদের প্রতি একাত্মতা ঘোষণা করেন কমিটির নেতারা। এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ থেকে লংমার্চ নেত্রকোনার দিকে রওনা দেয়। বিকেলে নেত্রকোনায় পেঁৗছেয়। পথে ময়মনসিংয়ের বিভিন্ন স্থানে পথসভা করেন লংমার্চে অংশগ্রহণকারী নেতারা। আজ দুপুরে সুনামগঞ্জের বাদশাগঞ্জে মহাসমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।


গতকাল নেত্রকোনার সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হিল্লোল রায় বলেন, যত দিন দেশের ছাত্রসমাজ থাকবে, তত দিন বিদেশি সাম্রাজ্যবাদীদের হাতে দেশের তেল-গ্যাস তুলে দেওয়ার বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম বলেন, 'এ দেশের ছাত্রসমাজ জাতীয় সম্পদ সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য দেশব্যাপী দুর্বার ছাত্র-আন্দোলন গড়ে তুলবে।'
সমাবেশে অন্য ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি তানভির রুসমত, বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক আবু নাসের সবুজ, বিপ্লবী ছাত্র সংহতির সদস্যসচিব রাশেদুল ইসলাম, জাতীয় গণফ্রন্ট সমর্থিত বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারেফ ও জাতীয় ছাত্র ঐক্য ফোরাম আহ্বায়ক সোহান সোবহান। এ ছাড়া স্থানীয় বিভিন্ন বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
ছাত্রনেতাদের প্রতি একাত্মতা ঘোষণা করে কমিটির জাতীয় নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আক্তার হোসেইন বলেন, 'জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করতে হবে।' বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 'যে দেশের সংসদে গণবিরোধী শাসকশ্রেণী রয়েছে, সেই সংসদ কখনোই খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাস করবে না। দেশের বেশির ভাগ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হবে। তবেই জাতীয় সম্পদ রক্ষা পাবে।' অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মাত্র তিন কোটি টাকা খরচ করে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাপেঙ্ সুনামগঞ্জ-নেত্রকোনায় সুনেত্র গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। এ ক্ষেত্রটি থেকে বাপেঙ্ গ্যাস তুললে কম দামে বাংলাদেশ গ্যাস পাবে। বাংলাদেশের গ্যাসের সমস্যা থাকবে না।' অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট লীগের রণজিৎ চট্টোপাধ্যায়, জোনায়েদ সাকি, শাহ আলম প্রমুখ।

No comments

Powered by Blogger.