সুপেয় পানির অভাব টুভালুতে জরুরি অবস্থা

সুপেয় পানির অভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপদেশ টুভালুতে। রাজধানী ফুনাফুতিসহ আশপাশের দ্বীপগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে।
বিশ্বের অন্যতম ছোট দেশ টুভালু। এখানকার জনসংখ্যা প্রায় ১১ হাজার। এর প্রায় অর্ধেক বাস করে রাজধানী ফুনাফুতিতে।
পানির অভাবে জরুরি অবস্থা ঘোষণার পর পানি ও লবণাক্ত পানি শোধনকারী দুটি ইউনিট নিয়ে টুভালুতে পৌঁঁছেছে নিউজিল্যান্ড বিমানবাহিনীর একটি উড়োজাহাজ।

No comments

Powered by Blogger.