স্টুয়ার্ট ল'র পছন্দ ইয়ুর্গেনসেন

তুন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের শীর্ষে ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট বার্নস। তবে বিবেচনায় থাকা অস্ট্রেলিয়ার শেন ইয়ুর্গেনসেনই বোধ হয় নিয়োগ পেতে যাচ্ছেন। কারণ জাতীয় দলের হেড কোচ স্টুয়ার্ট ল'র প্রথম পছন্দ তিনি। গত পরশু রাতে বাংলাদেশ লাল ও সবুজ দলের টোয়েন্টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের পর বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের সঙ্গে বৈঠকে সে কথা তিনি জানিয়েছেনও। তাঁর প্রস্তাবে মোস্তফা কামালও সায় দিয়েছেন, 'ল বোলিং কোচ হিসেবে ইয়ুর্গেনসেনের নাম প্রস্তাব করেন। পূর্ব পরিচিত এ অস্ট্রেলিয়ানের প্রশংসাও শুনলাম লয়ের মুখে। আমাদের বিবেচনায় অবশ্য বার্নস এগিয়ে ছিলেন। কিন্তু ইয়ুর্গেনসেনও পিছিয়ে নেই। আমি ইতিমধ্যে তাঁকে আনার প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছি বোর্ডের সংশ্লিষ্টদের।'
অবশ্য ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে আলোচনা ভেস্তে না গেলে এঁদের কারোরই আসার সম্ভাবনা তৈরি হতো না। মাসিক ১৪ হাজার ইউএস ডলার বেতনের বাইরেও আইপিএলের দল চেন্নাই সুপার কিংস ছেড়ে আসার জন্য আরো এক লাখ ২৫ হাজার ইউএস ডলার চেয়েছিলেন ভারতের সাবেক এ ফাস্ট বোলার। এবার নিউজিল্যান্ড দলের সাবেক বোলিং কোচ ইয়ুর্গেনসেন এগিয়ে গেলেন হেড কোচের পছন্দে। পরশু রাতে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং তাঁর ডেপুটি মাহমুদ উল্লাহও। সেখানে তাঁর জরুরি ভিত্তিতে বোলিং কোচ নিয়োগের দাবি জানান, যে পদটা গত এপ্রিলে ইংল্যান্ডের ইয়ান পন্টের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই খালি পড়ে আছে। স্পিন কোচের দাবিও অচিরেই পূরণ করা হবে বলে জানিয়েছেন মোস্তফা কামাল, 'আমরা একজন খ্যাতনামা স্পিন বোলিং কোচ আনারও সিদ্ধান্ত নিয়েছি। আমাদের স্পিননির্ভর দলে তেমন একজনের প্রয়োজনীয়তার কথা সভায় উপস্থিত সবাই উপলব্ধি করেছি। দ্রুতই আমরা স্পিন কোচ চেয়ে বিজ্ঞাপন দেব।'

No comments

Powered by Blogger.