শেয়ারবাজারে দরপতন অব্যাহত

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবারও দরপতনের ধারা অব্যাহত ছিল। আজ দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকের নিম্নগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এ নিয়ে টানা তিন দিন দরপতন হলো পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৭.১১ পয়েন্ট কমে ৫৭২৬.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দুপুর ১২টা ২০ মিনিটে সূচক ৭০ পয়েন্ট কমেছিল আর সাড়ে ১২টায় কমেছিল ৬৩ পয়েন্ট আর বেলা আড়াইটায় কমে ৫৩ পয়েন্ট।
ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৩টিরই দাম কমেছে। বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ২৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৭ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, সামিট পাওয়ার, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও সিটি ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০০.২৫ পয়েন্ট কমে ১৬২৩১.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.