ফ্রান্সের কোচ হতে চান জিদান

ফুটবল তিনি ছাড়লেও ফুটবল তাঁকে এত সহজে ছাড়ে কী করে? ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হয়ে আবারও সরাসরি ফুটবলে যুক্ত হয়েছেন। বর্তমানে রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো মহানায়ক। তবে কোচিংয়ে আসার উচ্চাশাও আছে তাঁর এবং সেটি তিনি প্রকাশ করলেন ফ্রান্সের কোচ হতে চেয়ে।
অনেক ভালো ফুটবলারেরই কোচিংয়ে সাফল্য না পাওয়ার অনেক উদাহরণ আছে। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাই তার বড় প্রমাণ। কিন্তু ভবিষ্যতে ফ্রান্সের কোচ হওয়ার প্রশ্নে দ্বিধাহীন জিদান, ‘আমি লা ব্লুজদের কোচ হতে চাই কি না? কেন নয়! এটা (ফ্রান্স দলের কোচ) হওয়াটা খারাপ কিছু নয়। জীবনে সবকিছুই সম্ভব।’
একসময় মাঠে জিদানের সতীর্থ ছিলেন যিনি, সেই লরেন্ত ব্লাঁর অধীনেই ইউরো ২০১২ বাছাইপর্ব উতরানোর পথে রয়েছে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্স শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই চলে যাবে টুর্নামেন্টের মূল পর্বে। আর শেষ দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।
কোচ হতে চাইলেও নিশ্চয়ই জিদান ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে দলের ভরাডুবি চাইবেন না!

No comments

Powered by Blogger.