সারতে ছেড়ে পালাচ্ছে মানুষ

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সারতে শহর পুরোপুরি দখলের জন্য লড়ছে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা। গাদ্দাফির অনুগত সেনারাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। দুই পক্ষের লড়াই সেখানে তৈরি করেছে এক ভীতিকর পরিবেশ।
এনটিসি বলছে, শহরটি দখলের চূড়ান্ত অভিযান শুরুর আগে বাসিন্দাদের সরে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে। গত রোববার সারতে শহরে যাতায়াতের সড়কে এনটিসির তল্লাশি চৌকির সামনে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এসব যানবাহনে চড়ে বাসিন্দারা মালামাল নিয়ে শহর ছাড়ছে।

No comments

Powered by Blogger.