বিশ্ব বসতি দিবস উপলক্ষে সেমিনার

বিশ্বজুড়ে উষ্ণায়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৪ সেন্টিমিটার বাড়বে। ২০৫০ সাল নাগাদ উচ্চতা বাড়বে ৩২ সেন্টিমিটার ও ২১০০ সাল নাগাদ উচ্চতা বেড়ে দাঁড়াবে ৮৮ সেন্টিমিটারে। সমুদ্রপৃষ্ঠের এ উচ্চতার কারণে বাংলাদেশের উপকূলীয় প্রায় এক-পঞ্চমাংশ এলাকা তলিয়ে যাবে।
গতকাল মঙ্গলবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে এমন আশঙ্কার কথা জানান বক্তারা। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পুরকৌশল বিভাগীয় কমিটি 'জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাংলাদেশের কৌশল' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

No comments

Powered by Blogger.