আপাতত টুইটার ব্যবহার না করার সিদ্ধান্ত ইংলাকের

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল সোমবার বলেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত রোববার সকালে ইংলাকের টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য এক হ্যাকার তাঁর দখলে নেন। অজ্ঞাত হ্যাকার তাঁর আটটি টুইটে ইংলাক ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে মন্তব্য করেন।
ইংলাক বলেন, তাঁর টুইটার অ্যাকাউন্টে এই হামলা ‘মানুষের ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের শামিল’। তাই সাময়িকভাবে টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় বলেছে, অজ্ঞাত ওই হ্যাকারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি।

No comments

Powered by Blogger.