ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদ্রাসার অধ্যক্ষ!

ছন্দের লোকদের ম্যানেজিং কমিটির সদস্য বানানোর প্রতিবাদ করায় ১২ ছাত্রকে পিটিয়ে গুরুত্বর আহত করেছেন মাদ্রাসা অধ্যক্ষ। গুরুত্বর আহত অবস্থায় মো. কাওসার নামের এক শিক্ষার্থীকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাহাশ্রাদ্দি নূরিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা অধ্যক্ষের বিচার দাবি করেছেন।
আহত ছাত্ররা জানায়, ওই মাদ্রাসার অভিভাবক পর্যায়ে নির্বাচনের জন্য অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আফছারি কোনো পূর্ব নোটিশ ছাড়াই গোপনে তাঁর পছন্দের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। পরে বিষয়টি প্রকাশ হয়ে গেলে ওই মাদ্রাসার সব শ্রেণীর ছাত্ররা আন্দোলনের ডাক দেয় এবং ঘটনার দিন সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করে। এতে অধ্যক্ষ ভীষণ ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি ১২ ছাত্রকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে একটি শ্রেণীকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত চালিয়ে আহত করেন। গুরুত্বর আহত অবস্থায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী মো. কাওসারকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কাওসারের বাবা আ. গনি শরীফ বলেন, 'ঘটনার জন্য অধ্যক্ষ মহিউদ্দিনের বিচার চাই। তাঁর বিচার না হলে মাদ্রাসার শিক্ষার্থীরাসহ অভিভাবকরা আন্দোলনে নামবেন।'

No comments

Powered by Blogger.