সাকিনাহকে পাথর ছুড়ে হত্যা করা হতে পারে আজ

ইরানের নাগরিক সাকিনাহ মোহাম্মদী আশতিয়ানিকে আজ বুধবার পাথর ছুড়ে হত্যা করা হতে পারে। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে ইরানের একটি আদালত তাঁকে পাথর ছুড়ে হত্যা করার রায় দেন। এ ছাড়া স্বামীকে হত্যার দায়ে সাকিনাহকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরানের নির্বাসিত মানবাধিকারকর্মী মিনা আহাদি জানান, ‘তিন দিন আগে আমরা এ তথ্য পেয়েছি। এ ব্যাপারে একটি চিঠি আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের একটি কারাগারে সাকিনাহকে বন্দী রাখা হয়েছে।’
মিনা আহাদি আরও বলেন, ‘রায় কার্যকরের সিদ্ধান্ত হয়ে থাকলে বুধবার সকালের দিকে তা কার্যকর করা হবে। এ খবর পাওয়ার পর থেকে ভীত হয়ে পড়েছি।’
২০০৬ সালে তাবরিজের পৃথক আদালতে সাকিনাহর বিচার হয়। এতে স্বামীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তি কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে তাঁকে পাথর ছুড়ে হত্যার রায় দেন আদালত।
সাকিনাহর স্বামীকে হত্যায় জড়িত থাকার দায়ে তাঁর সঙ্গে সম্পর্ক ছিল এমন এক ব্যক্তিকেও দোষী সাব্যস্ত করেন আদালত।

No comments

Powered by Blogger.