তদন্তই হয়নি, তালিকা আসে কিভাবে? by নিজামীর উক্তি

নিজামীর এবারের দাবি, তাদের দলকে আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতা যাদের নেই তারাই জামায়াত সম্পর্কে অপপ্রচারে লিপ্ত। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এই জামায়াত আমিরের দাবি,
'৩৮ বছর পরে একটি মীমাংসিত বিষয় তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হচ্ছে। দেশে এখনও যেখানে কোন তদন্তই হলো না সেখানে তালিকা আসে কিভাবে?' শুক্রবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতিদের শিা শিবিরে এসব কথা বলেন নিজামী। ঢাকা মহানগরী জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিা শিবিরে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী জামায়াত সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি, সহকারী সেক্রেটারি নূরম্নল ইসলাম বুলবুল ও আবদুল হালিম। নিজামী যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আরও বলেন, একটি বিশেষ দলকে ঘায়েল করার জন্যই তথাকথিত তালিকা তৈরি করা হচ্ছে। নিজেদের কথা ইঙ্গিত করে বলেন, যাদের দিকে অঙ্গুলি উঁচু করা হচ্ছে তাদের বিরম্নদ্ধে '৭২ থেকে '৭৫ সাল পর্যনত্ম দেশের কোথাও একটি জিডি পর্যনত্ম হয়নি। তাদের বিরম্নদ্ধে মামলা করার মতো কোন উপাদান খুঁজে পাওয়া যায়নি। এখন নাটকের মতো করে সাজানো বাদী ও মিথ্যা সাী বানানোর অপপ্রয়াস চলছে। নাটক সাজিয়ে যদি বিচারের নামে কোন প্রহসন করা হয় তাহলে তা হবে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। রফিকুল ইসলাম খান বলেন, সরকার ইসলামী রাজনীতি বন্ধ ও ধর্মনিরপে শিানীতি চালু করার ষড়যন্ত্র করছে। ঠা-া মাথায় সরকারের ছত্রছায়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটানো হয়েছে।

No comments

Powered by Blogger.