জনপ্রত্যাশা পূরণে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে by ময়মনসিংহে আশরাফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি যুদ্ধাপরাধীদের বিচারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি বাংলার মাটিতে কার্যকর হবে।
নতুন প্রজেন্মর সঙ্গে সর্বস্তরের জনগণ আজ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার ও ঐক্যবদ্ধ। শেখ হাসিনার সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু করেছে এবং বাংলার মাটিতেই সকল যুদ্ধাপরাধীর মৃত্যুদ- কার্যকর করা হবে। মন্ত্রী শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট রেজা আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল মতিন সরকার, সংসদ সদস্য ডা. এম আমানুল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন। এলজিআরডি মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যারা সমালোচনা করে সরকার ও জামায়াতের আতাতের কথা বলছে আসলে তারাই যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ পর্যায়ে। বাচ্চু রাজাকারের ফাঁসি হয়েছে। কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ড হয়েছে। কাদের মোল্লার রায় নিয়ে সরকার ও আইনজ্ঞরা কাজ করছেন। উচ্চ আদালতে কীভাবে এই রায় বাতিল করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দেয়া যায় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কারও সঙ্গে কোন আপোস করে না। ভাষাআন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। কোন আন্দোলন সংগ্রাম থেকে আওয়ামী লীগ খালি হাতে ঘরে ফেরে না।

No comments

Powered by Blogger.