সিক্স স্টার বার্সেলোনার গোল উৎসব

লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনার জয়োৎসব অব্যাহত থাকল। গতকাল ক্যাম্প-ন্যুতে তারা গোলোৎসব করল সফরকারী গেতাফের জালে।
ছয় তারকার গোলের ম্যাচে ৬-১ গোলে গেতাফেকে বিধ্বস্ত করলেন মেসি অ্যান্ড কোং। যেটাতে ভর দিয়ে লা লিগার ২২তম শিরোপা জয়ের উত্তাপ নিয়েই স্টেডিয়াম ছাড়লেন দলটির সমর্থকেরা। এ দিনের জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ১২তে। তবে এ দিন নিজেদের ম্যাচে রাজধানীর ওই দলটি জয়ী হলে ফের ব্যবধান নেমে আসবে আগের ৯-এ।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগ খেলতে ইতালিতে পাড়ি জমানোর আগে যে রকম পারফরম্যান্স গেতাফের বিপক্ষে প্রয়োজন ছিল তা মধ্যমাঠের প্রানভোমরা জাভিকে ছাড়াই মেসি-ইনিয়েস্তা ও সানজেচ দেখালেন। বল পজিশনেও ঢের এগিয়ে থেকে ৬ গোল আদায় করে নিলো বার্সা। এ দিনও গোল পেলেন আর্জেন্টাইন সেনসেশন লায়নেল মেসি, যেটা তাকে দাঁড় করাল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৩ ম্যাচে লক্ষ্য ভেদের বিরল অর্জনের পাশে। ৬ মিনিটে সানচেজের গোলে লিড নেয়া বার্সাকে ১৩ মিনিটে লিগে নিজের ৩৫তম গোলে ২-০তে এগিয়ে নিলেন মেসি। দ্বিতীয়ার্ধে ডেভিড ভিয়া ছাড়াও তেয়োর গোলে ৭৯ মিনিটে ৪-০ তে লিড নিলো স্বাগতিকেরা। নির্ধারিত সময় শেষ হওয়ার ৭ মিনিট আগে আলভারো করলেন গেতাফের সান্ত্বনাসূচক গোল। যদিও শেষ দুই মিনিটে ইনিয়েস্তা ও পিকু গোল করলে ৬-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। ২৩ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষেও থাকল।

No comments

Powered by Blogger.