আজহারকে সেফহোমে জিজ্ঞাসাবাদ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর অধীনে বন্দী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল  এ টি এম আজহারুল ইসলামকে গতকাল সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল  ধানমন্ডির ২৭ নম্বর রোডে স্থাপিত সেফহোমে সকাল ১০টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত দুই দফায়  তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান  জানান, এ টি এম আজহারকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে সেফহোমে নিয়ে আসা হয়।

১৯৭১ সালে  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বছর ২২ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।

এ দিকে জামায়াতে ইসলামীর  সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের পে প্রথম  সাী তার ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমীকে রাষ্ট্রপরে জেরা অব্যাহত রয়েছে। গতকাল জেরা শেষে আজ সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল-১।

No comments

Powered by Blogger.