দাঁত মাজার কথা মনে রাখতে...

ভুলে-যাওয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের দাঁত মাজার কথা প্রায়ই মনে থাকে না। তাদের এই সমস্যা নিরসনে জার্মানির গবেষকেরা অত্যাধুনিক এক পদ্ধতি (টিইবিআরএ) উদ্ভাবন করেছেন।
স্পেনের বার্সেলোনা শহরে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হেলথ ইনফরমেটিক্স সম্মেলনে পদ্ধতিটি উপস্থাপন করা হবে।
বিজ্ঞানী ক্রিস্টিয়ান পিটারের নেতৃত্বে জার্মানির বিয়েলফেল্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টিইবিআরএ উদ্ভাবন করেন। তিনি বলেন, দাঁত মাজার জন্য মানুষকে নিয়মিত নির্দেশনা দেওয়া নয়, বরং অভ্যস্ত করে তোলাই নতুন পদ্ধতিটির উদ্দেশ্য।নিউসায়েন্টিস্ট।

No comments

Powered by Blogger.