গাজীপুরে আ'লীগ অফিসে ভাংচুর, বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে

 গাজীপুর সদরে শনিবার এক ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দলীয় অফিস ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার জানান, গত প্রায় ৩ সপ্তাহ আগে স্থানীয় বাংলাবাজার এলাকায় সড়কের পাশে টিন ও বাঁশের বেড়া দিয়ে ওই ওয়ার্ডের দলীয় কার্যালয় স্থাপন করা হয়। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়। কিন্তু শনিবার দুপুরে কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেদায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান লোকজন নিয়ে ওই অফিসে যায় এবং ভাংচুর করে। এসময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি খুলে নিয়ে যায়। এ ব্যাপারে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সেখানে দলীয় কোন কার্যালয় ছিল না। কয়েকদিন আগে দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ একটি ছাপড়া ঘর তৈরি করে। এতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানায়। ছবি অবমাননার সংবাদ শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার সেখানে যায় এবং ছবি খুলে নিয়ে আসে। তবে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

No comments

Powered by Blogger.