বোয়ালিয়ায় এক ব্যক্তির জমি দখল নিয়েছে চরমপন্থীরা

 জমি দখল করে নিয়েছে চরমপন্থীরা। এমনকি জমিতে থাকা ছাত্রাবাস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। একের পর এক হুমকির মুখে পালিয়েছেন প্রবাসী আবদুল্লাহ আল বাকী। শুক্রবার ঢাকা রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল বাকী বলেন, ২০০৮ সালে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন সাধুর মোড়ে এক জমি ক্রয় করেন। ২০০৯ সালে ওই জমিতে একটি ছাত্রাবাস নির্মাণ করেন। ওই বছরই তিনি চাকরির সুবাদে সপরিবারে সৌদি আরব চলে যান। ছুটি পেয়ে ২০১২ সালে দেশে ফিরে দেখেন সেই ছাত্রাবাস আর নেই। তার জমির ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে দিয়েছেন সম্বন্ধী সাইদুল ইসলাম। এ জমি দখল করেছে স্থানীয় চরমপন্থী নেতা মনিরুজ্জামান মনির গ্রুপ। এরা এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। চরমপন্থী নেতা মনিরের সহযোগীরা হলেন, হেদায়েতুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলামসহ ২০-২৫ জন। ওই চরমপন্থীরা বাকীকে ইতিমধ্যে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি তারা ছেলেমেয়েদের অপহরণেরও হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে বেড়াচ্ছে। নিজের জমি ফেরত পেতে বাকী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। সম্বন্ধীকে ছাত্রাবাসের দায়িত্ব দিয়ে বিদেশে যান আবদুল্লাহ আল বাকী। চার বছর পর ফিরে এসে দেখেন তার জমি বেহাত। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সুরাহা হয়নি।

No comments

Powered by Blogger.