ভাষার মাসে নতুন বই

বাংলা একাডেমী চত্বরে গতকাল থেকে শুরু হয়েছে একুশে বইমেলা। ইতোমধ্যে মেলায় এসেছে বেশ কিছু নতুন বই। এইসব বইয়ের মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু বইয়ের খোঁজ-খবর জানাচ্ছেন অনাবিল
ভূতের বই : ভূতের জঙ্গল রকিব হাসান, তাম্রলিপি প্রকাশনী; রক্তচোষা ভূতÑইকবাল খন্দকার, তাম্রলিপি প্রকাশনী; ভুতুড়ে টিলায় খ্যাপা কাবÑমাহফুজ রহমান, শুভ্র প্রকাশ, ফেরারী ভূতÑএন আই মানিক, মহাকাল প্রকাশনী; ভূত-ভুতুড়ে   নীহার মোশারফ, সিঁড়ি প্রকাশন।

গল্পের বই : একটি প্রায় ভয়ঙ্কর গল্পÑআহসান হাবীব, তাম্রলিপি প্রকাশনী, কাস ক্যাপটেন মেস ক্যাপটেনÑহোসাইন কবির, পার্ল পাবলিকেশন্স; ভয়ঙ্কর বিপদে ফটকু মামাÑ মোস্তফা কামালÑতাম্রলিপি প্রকাশনী; দুরন্ত কিশোরী পরিতোষ বাড়ৈ, তাম্রলিপি প্রকাশনী;

কিশোর উপন্যাসঃ টো টো কোম্পানি প্রাইভেট লিমিটেড পলাশ মাহবুব, অন্বেষা; কাসরুম ৩৬৫ প্রিন্স আশরাফ, শুভ্র প্রকাশ; স্কুল পালানো রাশেদ ও তার বন্ধুরা রিয়াজ আহমেদ, শুভ্র প্রকাশ; স্কুল ছুটির দিনগুলি রণজিৎ সরকার, শুভ্র প্রকাশ, বাহাদুর বাঁশরীয়া মনোয়ার হোসেন মণি, সিঁড়ি প্রকাশন;  তুতুলের আম্মু ও ভূতের হাত গোলাম মোকতাদির, সিঁড়ি প্রকাশন।

অন্যান্যঃ কিশোর সমগ্র ফরিদুর রেজা সাগর, সময় প্রকাশন; ফাটাফাটি হাসি ইকবাল খন্দকার, মুক্তদেশ প্রকাশনী; কক্সবাজারের কচ্ছপ নাসিম সাহনিক, অন্বেষা; শিশু কিশোর সাধারণ জ্ঞান জালাল আহমেদ, মম প্রকাশ; খেলতে খেলতে বিজ্ঞান শেখা কাজী সুমা, বিজ্ঞান একাডেমী; শিশু সাহিত্য সমগ্র ফরিদা হোসেন, মনন প্রকাশনী;  এক আকাশ রূপকথা মিজানুর রহমান কল্লোল. সৃজনী প্রকাশনী।

ছড়ার বই
ছড়ায় ছড়ায় ইংরেজি শেখা শামসুল করীম খোকন, শব্দসম্প্রীতি প্রকাশন।

No comments

Powered by Blogger.