কমলনগরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে সম্মেলন পণ্ড আহত ২০

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল বিক্ষুব্ধ কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে। ওই সময় সংঘর্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: নুরুল আমিন মাস্টারসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
বিক্ষুব্ধ কর্মীরা সম্মেলনের মঞ্চ এবং গ্যালারির শতাধিক চেয়ার ভাঙচুর করে। কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র বিক্রি করে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া, কাউন্সিলর (ভোটার) তালিকা তৈরিতে অনিয়ম এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগে সম্মেলন স্থগিত করার দাবিতে সভাপতি প্রার্থী মো: মহি উদ্দিন আহমেদ সেলিমের সমর্থকরা ওই হামলা চালায়। এক পর্যায়ে অপর সভাপতি প্রার্থী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: নুরুল আমিন মাস্টারের সমর্থকদের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নুরুল আমিন মাস্টার, চরলরেন্স ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: ইসমাইল মেম্বার, পাটারীরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মাইন উদ্দিন, যুবলীগ কর্মী মো: বাহার, মো: সোহেল, হুমায়ুন কবির ও সবুজসহ উভয়পক্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

এর আগে সকালে উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসার মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ওই সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রামগতি-কমলনগরের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফরিদুন্নাহার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ মোমিন পাটওয়ারী প্রমুখ।

No comments

Powered by Blogger.