তুরস্কে মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর দু’জন সদস্য নিহত ও বহু আহত  হয়েছে। আলজাজিয়া শুক্রবার এ তথ্য জানায়।
দূতাবাসে পুলিশের চেকপোস্টের সামনে হামলার ঘটনাটি ঘটেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে দূতাবাসের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ দূতাবাস এলাকা ঘিরে রেখেছে। পাশাপাশি দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানায়, আঙ্কারায় দূতাবাসের প্রবেশপথে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণটি ঘটিয়েছে।

তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভি জানায়, দূতাবাসের প্রবেশপথে কর্তব্যরত দুইজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। বোমা হামলায় দূতাবাসের প্রবেশপথে ধোঁয়া উড়তে দেখা গেছে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, দূতাবাসের প্রবেশপথের একটি জানালা ভেঙে গেছে এবং দেয়ালেরও ক্ষতি হয়েছে।   এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংবাদে বলা হয়।
       

No comments

Powered by Blogger.