আফগান নারীদের নিয়ে কাজ করবেন হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও আফগানিস্তানের নারীদের নিয়ে কাজ করে যাবেন হিলারি ক্লিনটন। আফগান নারীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিলারি জানান, তিনি আফগান নারীদের বিষয়টি সব কিছুর 'সামনে এবং মধ্যে' স্থান দেবেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলারি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর কী করবেন সে বিষয়ে এ দিন প্রথমবার হিলারি মুখ খোলেন। হিলারি বর্তমানে যুক্তরাষ্ট্র-আফগান নারীবিষয়ক পরিষদের কো-চেয়ারম্যান। তিনি বলেন, 'আফগানিস্তানের নারী ও মেয়েদের সুরক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য ধীরে ধীরে একটি কষ্টকর উদ্বেগের ব্যাপার হয়ে উঠছে। সেখানে এখনো কতগুলো বিশ্বাস কাজ করে যে নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখা যাবে না। নারীর প্রতি এখনো অনেক সহিংসতা চলছে। পরিবারের দিক থেকে, গ্রামের সংস্কৃতিতে, তালেবানের দিক থেকে তৈরি নানা সহিংসতা জারি আছে। এতে মেয়ে ও নারীরা ঝুঁকির মধ্যে রয়েছে।' ফলে ২০১৪ সালের শেষ নাগাদ দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যাহার করা হলে দেশীয় যেসব শক্তি নারীদের অধিকার স্বীকার করে, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.