ভোলায় শিক্ষকদের জন্য প্রযুক্তি কর্মশালা

ভোলা জেলা পরিষদের উদ্যোগে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। গত মাসে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষকদের কম্পিউটারের বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে নলীনি দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মনেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয় ও উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা। কর্মশালায় শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ১০টি ল্যাপটপ ও ১০টি স্ক্যানার দেওয়া হয়েছে।
—ভোলা অফিস

No comments

Powered by Blogger.