আসাদবিরোধীদের বৈঠক কায়রোতে-সরকারের সঙ্গে আলোচনায় রাজি এসএনসি

সিরিয়ার প্রধান বিরোধী জোট_সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) নেতাদের গতকাল বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোয় বৈঠক করার কথা ছিল। আগের দিন বুধবার সিরীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথা জানান জোটের প্রধান মোয়াজ আল খতিব।
এ অবস্থায় আগে থেকে ঠিক করা আলোচ্যসূচি থেকে আলোচনা ভিন্ন খাতে গড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এসএনসির সদস্য সামির নাশারও গতকাল লেবাননের রাজধানী বৈরুতে সাংবাদিকদের জানান, আর্থিক সাহায্যের ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। তবে এখন অবশ্যই আলোচনার বিষয় পরিবর্তন হবে। খতিব বুধবার সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকে সিরীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আহগ্রের কথা জানান। চলমান গৃহযুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তিনি আলোচনায় রাজি বলে জানান। আলোচনার জন্য তিনটি জায়গাও নির্দিষ্ট করে দেন খতিব। কায়রো, তুরস্কের ইস্তাম্বুল অথবা তিউনিসিয়ার রাজধানী তিউনিসের যেকোনো একটিতে আলোচনা হতে পারে। খতিবের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসএনসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। নাশার জানান, 'নানা কারণে কাউন্সিলের নেতা জর্জ সাব্রার আজকের (গতকাল) বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না। কিন্তু খতিবের প্রস্তাবের পর তিনি বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।' তবে এ ব্যাপারে ভিন্নমতও আছে। সূত্র : এএফপি, এপি।

No comments

Powered by Blogger.