ওবামার অভিষেকে যোগ দেওয়া কিশোরী গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাদিয়া পেন্ডেলটন নামের ১৫ বছরের এক কিশোরী গুলিতে মারা গেছে। প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠানের বাদক দলে যোগ দিয়েছিল সে।
গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে শহরের একটি পার্কে অজ্ঞাতপরিচয় এক অস্ত্রধারীর গুলিতে মারা যায় পেন্ডেলটন। তবে অস্ত্রধারী সুনির্দিষ্টভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েনি বলেই পুলিশের ধারণা।
ওবামার অভিষেক অনুষ্ঠানের মাত্র আট দিন পর এ ঘটনা ঘটল। শিকাগো পুলিশ জানিয়েছে, ওবামার বাড়ি থেকে মাইলখানেক দূরে পার্কটির অবস্থান। পেন্ডেলটন বৃষ্টি থেকে বাঁচতে পার্কের একটি তাঁবুর নিচে দাঁড়িয়েছিল। তার ভলিবল দলের সদস্যদের সঙ্গে কথা বলছিল সে। এমন সময় এক অস্ত্রধারী পার্কের পেছনের একটি বেড়া টপকে গুলি ছুড়তে ছুড়তে তাদের দিকে ছুটে আসে। বন্ধুদের সঙ্গে সেও দৌড়ে বাঁচার চেষ্টা করে। তবে পেছন থেকে তার গুলি লাগে। পুলিশ জানায়, অস্ত্রধারী আবার বেড়া টপকে একটি সাদা রঙের নিশান গাড়িতে চড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এক কিশোরেরও পায়ে গুলি লেগেছে। অস্ত্রধারী ব্যক্তির পরিচয় জানা যায়নি। সূত্র : গার্ডিয়ান, হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.