মে মাসে নির্বাচনের অঙ্গীকার নেপালি প্রধানমন্ত্রীর

নেপালে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গত বুধবার তিনি জানান, মে মাসে নির্বাচন হবে। সাবেক মাওবাদী গেরিলাদের এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
এদিকে, আগামীকাল শনিবার থেকে সাবেক মাওবাদী বিদ্রোহীদের পাঁচ দিনব্যাপী সাধারণ সম্মেলন শুরু হচ্ছে। গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে মাওবাদীদের এটাই প্রথম সম্মেলন।
বাবুরাম বলেন, 'মে মাসে নির্বাচন করার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এর কোনো পরিবর্তন হবে না।' তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাননি। গত বছরের মে মাসে নেপালে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে খসড়া সংবিধান প্রণয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ সৃষ্টি হওয়ায় সেখানে প্রায় এক বছর ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। এ সংকট নিরসনেই প্রধানমন্ত্রী এ ঘোষণা দিলেন বলে ধারণা করা হচ্ছে।
মাওবাদীদের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় তিন হাজার প্রতিনিধি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সম্মেলন হেতাওদাতে। ১৯৯২ সালে চিতওয়ানে শেষবার মাওবাদীদের সম্মেলন হয়েছিল।
সূত্র : রয়টার্স, এএফপি।

No comments

Powered by Blogger.