রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে ২ উপজাতি নিহত

জেলার জুরাইছড়ি উপজেলার বড়ইতলী এলাকায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে ইউপিডিএফের দুই নেতা হত্যা করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে একজন সিএনজি চালক গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ এর ২ নেতা জুরাইছড়ি রাস্তার মাথা থেকে একটি সিএনজি অটোরিক্সাযোগে জুরাইছড়ি সদরে যাওয়ার পথে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় বড়ইতলী এলাকায় আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা সিএনজি লৰ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। এতে সিএনজিযাত্রী রাজু চাকমা (২৮) ও জমপেদা চাকমা (২২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে সিএনজিচালক লক্ষ্মী রাজ চাকমা আহত হয়। সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম শানত্মিচুক্তির পৰের লোক বলে পুলিশের ধারণা। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য জুরাইছড়ি থানা পুলিশ গেছে। আহত লক্ষ্মীরাজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যনত্ম ঘটনারস্থল থেকে পুলিশ লাশ নিয়ে ফিরেনি। এলাকা সেনাবাহিনীর একটি টহলদলও গেছে বলে জানা গেছে। নিহত ২ জনের বাড়ি জুরাইছড়ির ছোট পানছড়ি।

No comments

Powered by Blogger.