ঢাবি শিক্ষককে চপেটাঘাত করলেন বিভাগের চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা অনুষদের এক শিক্ষককে চপেটাঘাত করেছেন বিভাগীয় চেয়ারম্যান। শনিবার দুপুরে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান নাহিদা আখতার তাঁর বিভাগীয় সহকর্মী ড. শেখ মুনিরুজ্জামানের গালে চপেটাঘাত করেন।
বিভাগীয় অপর এক শিক্ষকের কৰে তালা ঝুলানো নিয়ে বাকবিত-ার জের ধরে এই ঘটনা ঘটে। চেয়ারম্যানের আক্রমণের শিকার ড. মুনির জনকণ্ঠকে জানান, প্রায় ২০ দিন আগে বিভাগীয় চেয়ারম্যান নাহিদা আখতার বিভাগের কনিষ্ঠ শিক্ষক সাবরিনা শাহনাজের কৰে একক সিদ্ধানত্মে তালা ঝুলিয়ে দেন। একাডেমিক কমিটির সিদ্ধান্ত ছাড়া তিনি ওই শিক্ষকের কৰকে সেমিনার কৰ বানানোর জন্য শনিবার এক সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ওই তালা ভেঙ্গে সব জিনিস বের করে আনেন। ড. মুনির এর প্রতিবাদ জানিয়ে একাডেমিক কমিটির সিদ্ধানত্ম এমনটি চেয়ারম্যান করতে পারেন কিনা জানতে চাইলে ৰেপে ওঠেন চেয়ারম্যান। তাঁকে অশস্নীল গালিগালাজ শুরম্ন করেন। এক পর্যায়ে তিনি বিভাগীয় শিৰক সাবিনাকে মারতে তেড়ে আসেন। সাবরিনা সরে গেলে ড. মুনিরের গালে তিনি চপেটাঘাত করেন। ড. মুনির জানান, এর মাত্র কিছুৰণ আগে তিনি ও সাবরিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলে এসেছিলেন। তিনি চপেটাঘাতের বিষয়টি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মৌখিকভাবে অবহিত করেছেন।
এ বিষয়ে জানতে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.