বাগেরহাটে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিশু শিক্ষা

বাগেরহাটে শিশুদের জন্য শুরু হয়েছে বিজয় শিশু শিক্ষা কার্যক্রম। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’র উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের খারদার এলাকায় আমাদের গ্রাম কার্যালয়ে এর উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।
এ সময় তিনি বলেন, শিশুদের প্রযুক্তিবান্ধব হিসেবে বড় করতে কম্পিউটারের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় করিয়ে দিতে হবে। আনন্দময় শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখার্জি রবীন্দ্রনাথ, আমাদের গ্রামের সংগঠক রেজাউল করিম, শিশু বিকাশ কেন্দ্রের সমন্বয়ক দীপক ব্যানার্জিসহ অনেকে।
বিজয় শিশু শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট শহরের চার থেকে ছয় বছরের শিশুদের কম্পিউটার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে বাংলা, গণিত ও ইংরেজি শেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট শহরের বিভিন্ন শ্রেণীর শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
—বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.