কক্ষপথে স্মার্টফোন!

মহাকাশের কক্ষপথে পাঠানোর উপযোগী প্রথম স্মার্টফোন তৈরি করেছে যুক্তরাজ্য। স্ট্র্যান্ড-ওয়ান নামের এই স্মার্টফোন কক্ষপথে ছয় মাসব্যাপী পরিভ্রমণকালে গুগল নেক্সাস যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
যুক্তরাজ্যের গিল্ডফোর্ডে অবস্থিত সারে স্পেস সেন্টার (এসএসসি) এবং সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড (এসএসটিএল) যৌথ উদ্যোগে এই বিশেষ স্মার্টফোন তৈরি করেছে। একটি রকেটে এটি সংযুক্ত করে মহাকাশে পাঠানো হবে। ওই রকেট চলতি মাসেই মহাকাশে রওনা হবে। এসএসসির শীর্ষ প্রকৌশলী ক্রিস ব্রিজস বলেন, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে তৈরি নেক্সাস ওয়ানের প্রযুক্তিটি মানুষের নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক পণ্যের চেয়ে আলাদা। তবে এটি অন্যান্য স্মার্টফোনের মতোই ইউএসবি সংযোগের মাধ্যমে কৃত্রিম উপগ্রহে (স্যাটেলাইট) রাখা হবে। এতে করে মহাকাশে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে যাবে। বিবিসি।

No comments

Powered by Blogger.