চিকিৎসকদের ভুল

ওজন-স্বল্পতা ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের শনাক্ত করতে যুক্তরাজ্যের চিকিৎসকেরা ভুল করেন। দেশটির ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা ইংল্যান্ড ও ওয়েলসের ১৭৭টি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞদের ওপর জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন।
ওজন ও উচ্চতার ভারসাম্য সূচকের (বিএমআই) ভিত্তিতে শিশুদের ওজন-স্বল্পতা নির্ণয়ের কথা জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে কেবল অর্ধেকে। বাকি অর্ধেকে শিশু রোগীদের খাবারে গোলমালসংক্রান্ত সমস্যা হয়েছে বলে ধরে নেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেন।
ইউসিএলের শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষক লি হাডসন ওই গবেষণায় নেতৃত্ব দেন। তিনি বলেন, সমালোচনা নয়, চিকিৎসকদের প্রশিক্ষণে ঘাটতির বিষয়টিই ছিল গবেষণার উদ্দেশ্য।
সংশ্লিষ্ট চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস জানিয়েছে। বিবিসি।

No comments

Powered by Blogger.