মনোরোগে ওষুধ সেবনে বয়স্কদের ঝুঁকি বেশি?

মনোরোগের চিকিৎসায় ওষুধ সেবনকারী বয়স্ক ব্যক্তিদের ঝুঁকি বেশি। নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা প্রায় ৪০০ জন বয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছেন।
গবেষণায় দেখা যায়, মানসিক যন্ত্রণা উপশমকারী ওষুধ সেবনে অভ্যস্ত ব্যক্তিরা বছরে অন্তত তিনবার অজ্ঞান হয়ে পড়ে যান। তবে এ জন্য ওই ওষুধ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। এগুলো মানুষের চিন্তাভাবনা ও মনোযোগের পরিবর্তন থেকে শুরু করে রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, দেশটিতে ২০০৯ সালে অন্তত ২০ হাজার বয়স্ক নাগরিক অচেতন হয়ে পড়ে গিয়ে আহত হন। এদিকে, নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের গবেষক অস্ট্রিড ফন স্ট্রিয়েন ম্যাচুরিটাস সাময়িকীতে প্রকাশিত অপর এক গবেষণায় বলেন, বয়স্কদের মনোরোগ উপশমকারী ওষুধ সেবন যতটুকু সম্ভব পরিহার করা উচিত। রয়টার্স।

No comments

Powered by Blogger.