উত্তম কুমারের আত্মজীবনী

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ নামে পরিচিত উত্তম কুমারের লেখা আত্মজীবনী হারিয়ে যাওয়া দিনগুলি মোর প্রকাশিত হয়েছে কলকাতার বইমেলায়। অভিনেতা হিসেবে সংগ্রামের পাশাপাশি উত্তম কুমারের ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় রয়েছে বইটিতে।
আরও আছে উত্তম কুমার ও তাঁর পরিবারের সদস্যদের ছবি। বইটির প্রকাশনা সংস্থা সপ্তর্ষি প্রকাশনের একজন মুখপাত্র জানিয়েছেন, ১৯৬৪ সালে জনপ্রিয় একটি বাংলা সাময়িকীতে ধারাবাহিকভাবে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন উত্তম কুমার। কিন্তু কাজটি তিনি শেষ করতে পারেননি। উত্তমের মৃত্যুর পর তাঁর লেখা আত্মজীবনীর পাণ্ডুলিপি চুরি হয়ে যায়।
পরবর্তী সময়ে চন্দননগরের একটি গ্রন্থাগারে পাণ্ডুলিপিটির কিছু অংশ খুঁজে পান অভিক চট্টোপাধ্যায়। কিছু অংশ পাওয়া যায় একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে। যে সাময়িকীতে উত্তমের আত্মজীবনী প্রকাশিত হয়েছিল, সেটির পুরোনো সংখ্যা খুঁজে বের করা হয় জাতীয় গ্রন্থাগারের সহায়তায়। সব লেখা একত্র করে হারিয়ে যাওয়া দিনগুলি মোর বইটি সম্পাদনা করেছেন অভিক চট্টোপাধ্যায়।

No comments

Powered by Blogger.