চলচ্চিত্রে অভিনয় করব

সজল, অমর একুশে গ্রন্থমেলায় আপনার বই বেরোচ্ছে? তেমনটাই ভেবেছিলাম। লেখা শেষ করতে পারিনি। আর ভেবে দেখলাম, একটু তাড়াহুড়ো হয়ে যাবে। তাই এখন সিদ্ধান্ত নিয়েছি, কয়েক মাস পর বইটি বের করব।
কী নিয়ে লিখছেন? সেই ছোটবেলা থেকে অনেকটা সময় পার করে এলাম। অনেক অভিজ্ঞতা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিও পাল্টেছে। আসলে নিজেরই তো অনেক না বলা কথা রয়ে গেছে। সেগুলোই সবার সঙ্গে শেয়ার করতে চাই।
আপনি আত্মজীবনী লিখছেন?
আত্মজীবনী বলতে চাচ্ছি না। আবার অনেকটা সে রকমই।
আপনার আত্মজীবনী লেখার সময় হয়ে গেছে?
না না, ব্যাপারটিকে সেভাবে দেখছি না। আমি মনে করি, এই লেখা পড়ে অনেকে অনেক কিছু জানতে পারবে। আবার নতুন যারা নাটকে কাজ করতে আগ্রহী, তাদেরও উপকার হবে।
আপনার সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে কাজ করছেন।
আমিও চলচ্চিত্রে অভিনয় করব। কয়েকজন নির্মাতার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। এ বছরই একসঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের কথা সবাইকে জানাতে পারব।
এনটিভিতে আপনার অভিনীত ‘লেন্স’ নাটকটি প্রচারিত হবে।
নাটকে আমি একজন আলোকচিত্রী। যাকে ভালোবাসি, সেই মেয়েটি অন্ধ হয়ে যায়। তাকে আমার দুটো চোখই দান করি।
ঘটনাটি বাস্তবে ঘটলে কী করতেন?
খুব সম্ভব একটি চোখ দেওয়ার কথা ভেবে দেখতাম। গল্প আর বাস্তবজীবন তো এক নয়। তবে আমি মরণোত্তর চোখ দান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

No comments

Powered by Blogger.