তিনটি উৎসবে ‘শুনতে কি পাও!’

সুন্দরবনের ছোট্ট একটি গ্রামের সাধারণ মানুষের জীবন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র শুনতে কি পাও!। ছবিটি পরিচালনা করেছেন কামার আহমাদ। তিনি জানান, ফ্রান্সের প্যারিসে সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরের (২১-৩১ মার্চ) মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে ছবিটি।
এ ছাড়া কলকাতায় অনুষ্ঠেয় এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারির দশম আসরের (৪-১০ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে এবং জার্মানির মিউনিখে আন্তর্জাতিক প্রামাণ্য উৎসব ডক-ফেস্টেও (৮-১৫ মে) ছবিটি আমন্ত্রিত হয়েছে।
কামার আহমাদ বলেন, ‘আন্তর্জাতিক মূল্যায়ন তরুণ নির্মাতা হিসেবে আমাদের জন্য অবশ্যই প্রেরণাদায়ক। কিন্তু একটা ছবির আসল মূল্যায়ন তার দর্শকের কাছে। তাই আমরাও দেশের দর্শকদের কাছে ছবিটি নিয়ে যেতে চেষ্টা করছি।’
ছবির প্রযোজক সারা আফরীন বলেন, ‘দেশের প্রচলিত পরিবেশনা-ব্যবস্থায় সেটা সম্ভব না হওয়ায় আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা ছবিটি প্রদর্শনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই আমরা বিকল্প ব্যবস্থায় ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করব।’

No comments

Powered by Blogger.