অধিকারের সভায় বক্তারা- নির্যাতন বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা

নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি। এর জন্য নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকাও গুরুত্বপূর্ণ। গতকাল রোববার রাজধানীতে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নির্যাতনবিরোধী কনভেনশনের প্রটোকল অনুমোদনের লক্ষ্যে ব্র্যাক সেন্টারে এ সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অধিবেশনে সাংসদ রাশেদ খান মেনন দাবি করেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সেটি বন্ধ হয়নি। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, নির্যাতনবিরোধী প্রটোকল অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছা ও নাগরিক সমাজের সচেতনতা বড় ভূমিকা পালন করতে পারে।
অধিকার-এর সভাপতি সি আর আবরার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়রা রহমান খান। আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এরোমা দত্ত, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মো. নূর খান, বাসদের নেতা রাজেকুজ্জামান প্রমুখ।

No comments

Powered by Blogger.