মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত। কিন্তু এ রায় দেশের মানুষকে হতাশ করেছে। তাই কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জানান, দেশের মানুষের এখন একটিই দাবি, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি।
গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আবু তাহের। গণস্বাক্ষর কর্মসূচি শেষে বেলা ১২টার দিকে ব্যানার নিয়ে রাজধানীর শাহবাগের আন্দোলনে যোগ দিতে সেখানে যান সাধারণ শিক্ষার্থীরা।

No comments

Powered by Blogger.