ভারতে আটক ফিঙে লিটনকে দেখতে গিয়ে সহযোগী সন্ত্রাসী ফুলু ধরা পড়েছে বিএসএফের হাতে

ভারতের কারাগারে আটক যশোরের শীর্ষ সন্ত্রাসী আনিছুর রহমান ওরফে ফিঙে লিটনের সঙ্গে চোরা পথে ভারতে দেখা করতে গিয়ে আটক হয়েছে তার এক সহযোগী সন্ত্রাসী হারুন-অর-রশিদ ফুলু।
ফুলুর বাড়ি শহরের পুর্ব বারান্দি মোলস্না পাড়ায়। শুক্রবার বিকেলে ভারতীয় বিএসএফ সীমান্ত অতিক্রমকালে মদসহ তাকে গ্রেফতার করে। হারুন-অর-রশিদ ফুলু এক জন সন্ত্রাসী এবং তার নামে একাধিক মামলা রয়েছে। ফিঙে লিটনের অনুপস্থিতিতে সে এলাকায় তার নামে চাঁদাবাজি করত। ভারতের বনগাঁ পুলিশ গত মাসে ফিঙে লিটনকে গ্রেফতার করে। বর্তমানে সে বনগাঁর কারাগারে। তাকে দেখতে এবং মামলার তদ্বির করতে গত বৃহস্পতিবার ফুলু ভারতে যায়। কারাগারে দেখা করে শুক্রবার বিকেলে বাংলাদেশে ফেরার পথে সে গ্রেফতার হয় বিএসএফের হাতে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার এসআই অপুর্ব হাসান বলেন, তারা শুনেছেন ফুলু ভারতে আটক হয়েছে।

No comments

Powered by Blogger.