‘কৌতূহলী’র খনন চিহ্ন মঙ্গলে

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযান কিউরিওসিটি বা কৌতূহলী মঙ্গল গ্রহের পাথুরে পৃষ্ঠে প্রথমবারের মতো গর্ত খুঁড়ে নমুনা সংগ্রহ করেছে। ভ্রাম্যমাণ পরীক্ষাগারে এ নমুনা (ধূসর পাথরের গুঁড়া) বিশ্লেষণ করা হবে।
নাসা কর্তৃপক্ষ গত শনিবার এ তথ্য ও ছবি প্রকাশ করে। সৌরজগতে পৃথিবীর কাছাকাছি বৈশিষ্ট্যসমৃদ্ধ ‘লাল গ্রহে’ অণুজীবের অস্তিত্ব সম্পর্কিত উপাদান অনুসন্ধান করছে কিউরিওসিটি। এ ছাড়া সেখানে পানির মাধ্যমে সঞ্চিত খনিজ পদার্থের খোঁজেও কাজ করছে যন্ত্রটি। মঙ্গলপৃষ্ঠে ১ দশমিক ৬ সেন্টিমিটার প্রশস্ত এবং ৬ দশমিক ৪ সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে নমুনা সংগ্রহের বিষয়টিকে রোবটযানটির ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাসার বিজ্ঞানী জন গ্রানসফেল্ড বলেন, কিউরিওসিটি গত আগস্টে মঙ্গলপৃষ্ঠে অবতরণের পর খননকাজের মাধ্যমে সবচেয়ে বড় সাফল্যের প্রমাণ দিয়েছে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও এটি এক বড় অর্জন।
অবতরণস্থল গেইল কার্টার থেকে পাঁচ কিলোমিটার উঁচু গিরি খাতে আরোহণই কিউরিওসিটির পরবর্তী লক্ষ্য। মঙ্গলপৃষ্ঠ থেকে এ পর্যন্ত বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে রোবটযানটি। রয়টার্স ও বিবিসি।

No comments

Powered by Blogger.