রংপুরে যুবলীগ অফিসে হামলা ॥ আহত ৪- অভ্যন্তরীণ কোন্দল?

কাউনিয়া যুবলীগের কার্যালয়ে হামলা চালিয়ে জখম করেছে ৪ যুবলীগ কর্মীকে। এ ব্যাপারে মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান, কাউনিয়া উপজেলা যুবলীগের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। এ সময় অতর্কিতভাবে ১০-১২ সন্ত্রাসী প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই অফিসে থাকা সকলকে মারধর করে এবং আসবাবপত্রে ভাংচুর চালায়। ভাংচুরের হাত থেকে রেহাই পায়নি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। সন্ত্রাসীদের হামলায় আহত হয় ইসরাফিল, আবুবক্কর সিদ্দিকী, নুরনবী ও মোতালেব। কেন এবং কী কারণে হামলা ও ভাংচুর করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল আলম জানান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জমশের আলী বাদী হয়ে কাউনিয়া থানায় ৯ জনকে আসামি করে মামলা করেছে। মামলার পর পুলিশ সবুজ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ কর্মী জানান।

No comments

Powered by Blogger.