ডেন্টিস্ট হতে হলে...

পেশা হিসেবে চিকিৎসা পছন্দের তালিকার এক নম্বরে। বিশেষত ডেন্টাল সার্জনদের রয়েছে বিশেষ চাহিদা। ডেন্টাল চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে শুধু মেয়েদের জন্য প্রতিষ্ঠিত সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ।
রাজধানীর মালিবাগে এর সুপরিসর ক্যাম্পাস। এখানে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল স্মার্টবোর্ড ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, আধুনিক যন্ত্রপাতি সজ্জিত সকল বিষয়ের শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবরেটরি, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি, কেন্টিন, কমনরুম ইত্যাদি। এই কলেজের ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ১ম ও ২য় পেশাগত পরীক্ষায় মেধা তাালিকায় ৫টি স্থান লাভসহ ৮টি অনার্স অর্জন করতে সক্ষম হয়েছে। পাসের হার বিবেচনায় কলেজের অবস্থান শীর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ফেব্রুয়ারির প্রথম পেশাগত পরীক্ষায় মেধা তালিকায় ৫ম, ৬ষ্ঠ, ৯ম ও ১০ম স্থান দখলসহ অনার্স প্রাপ্তির সংখ্যা ৭। পাসের হার ৮৬.৪৪%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসের হার অনুসারে কলেজের অবস্থান ১ম। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় ৪র্থ স্থান দখলসহ অনার্স প্রাপ্তির সংখ্যা ১টি এবং পাসের হার ৮২.৩৫%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসের হার অনুসারে কলেজের অবস্থান ১ম। আনন্দের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিউল হোসেন জামির বলেন, ‘আমরা ভীষণ খুশি। আমাদের স্বপ্ন সফল করতে আমরা ছিলাম বদ্ধপরিকর।’ এখানে রয়েছে এনাটমি ডিসেকশন হল, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথলজি এ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, স্মার্টবোর্ডসমৃদ্ধ সম্পূর্ণ কেন্টিন, কমনরুম প্রভৃতি রয়েছে। কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রম তুলে ধরে অধ্যক্ষ ডা. কে.এ. জলিল বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি। যোগাযোগ : ১১১ ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা। ফোন : ৯৩৪০২০৩-৪, ০১৭৫১৭৭৯৬০৯।
মাঈন উদ্দিন

No comments

Powered by Blogger.