বি'বাড়িয়ায় বঙ্গবন্ধুর পোস্টারের ওপর শিবিরের পোস্টার, রাষ্ট্রদ্রোহের মামলা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া, ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের পোস্টারের ওপর ছাত্রশিবিরের পোস্টার লাগানোর ঘটনায় নবীনগর জুড়ে এখনও আতঙ্ক কাটেনি।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে জামায়াত শিবিরের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে একটি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে। নবীনগর থানার এসআই আব্দুল আউয়াল বাদী হয়ে জামায়াত শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আসামি করে শনিবার নবীনগর থানায় এ মামলা দায়ের করেন। তবে এ মামলায় সুনির্দিষ্ট কোন আসামির নাম কিংবা সংখ্যা উলেস্নখ করা হয়নি। মামলাটি তদন্তের জন্য এসআই সিরাজুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রশিবির নেতাকর্মীরা নবীনগরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিনের পোস্টারের ওপর নিজেদের পোস্টার লাগায়। এ ঘটনায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার সকালে নবীনগরের বিভিন্ন সড়কে মিছিল শেষে সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য আলটিমেটাম দেয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.