জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা রণবীর ও প্রিয়াংকা by রুম্মান রশীদ খান

এ বছর বলিউডের প্রথম পুরস্কার দেওয়া হলো গত রোববার সন্ধ্যায়। পুরস্কারের নাম ‘জি সিনে অ্যাওয়ার্ডস ২০১২’। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে বসেছিল এই পুরস্কারের পঞ্চদশ আসর।
এবার বরফি ছবির জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন রণবীর কাপুর ও প্রিয়াংকা চোপড়া। সমালোচকদের ভোটে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শ্রীদেবী (ইংলিশ ভিংলিশ) ও হূতিক রোশন (অগ্নিপথ)। অগ্নিপথ ছবির নৃত্য পরিচালনার জন্য গণেশ আচার্য, খল-অভিনেতা ঋষি কাপুর, পুরুষ কণ্ঠশিল্পী সোনু নিগম এবং আবহ সংগীতের জন্য পুরস্কার পেয়েছেন অজয়-টুটুল। জাব তাক হ্যায় জান ছবির জন্য আনুশকা শর্মা সেরা পার্শ্ব-অভিনেত্রী, শ্রেয়া ঘোষাল নারী কণ্ঠশিল্পী এবং শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন পুরস্কার। আরও পুরস্কার পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (তালাশ), নতুন পরিচালক গৌরী সিন্দে (ইংলিশ ভিংলিশ), নতুন অভিনেতা আয়ুষ্মান খুরানা (ভিকি ডোনার), সংগীত পরিচালক প্রীতম (ককটেল)। পুরস্কার তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে শাহরুখ খান, কারিশমা কাপুর, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, আয়ুষ্মান খুরানা বিভিন্ন পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখের উপস্থাপনা ছিল এই অনুষ্ঠানের অন্যতম সাফল্য। ২০ জানুয়ারি জি নেটওয়ার্কের সব কটি চ্যানেলে প্রচারিত হবে ১৫তম জি সিনে অ্যাওয়ার্ডস ২০১২ অনুষ্ঠানটি। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.