বর্ষা আর বসন্তের গান নিয়ে অদিতি

অ্যালবামের নাম বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে কেন? অদিতি মহসিন বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। কিন্তু বসন্তকেও তিনি দারুণ ভালোবাসতেন।
তাঁর কাছে এই দুটি ঋতুরই তাৎপর্য ছিল। সেই ভাবনা থেকে এবার আমি রবীন্দ্রসংগীতের প্রকৃতিপর্যায়ের বর্ষা আর বসন্তের গান নিয়ে অ্যালবাম করেছি। আর তাই নাম দিয়েছি বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে।’ বেঙ্গল ফাউন্ডেশন তৈরি করেছে অ্যালবামটি। এতে আছে বর্ষার ছয়টি আর বসন্তের ছয়টি গান। আজ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। থাকবে অদিতির একক গানের পরিবেশনাও। অ্যালবামটির মোড়ক খুলবেন রামেন্দু মজুমদার।

No comments

Powered by Blogger.