ঈদ-ই-মিলাদুন্নবী ২৭ ফেব্রুয়ারি

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে রবিউল আউয়াল ১৪৩১ হিজরী মাস গণনা শুরম্ন হবে। আগামী ২৭ ফেব্রম্নয়ারি পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকৰে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধানত্ম গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি মোঃ আবদুর রব হাওলাদার। সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সুলতানুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামাল উদ্দিন আহমেদ, মাদ্রাসা আলীয়া ঢাকার প্রিন্সিপাল প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিববুলস্নাহিল বাকী এবং লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ইমরান মাযহারী উপস্থিত ছিলেন। -তথ্য বিবরণ।

No comments

Powered by Blogger.