সিটি নির্বাচন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট

 ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা ২৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে কেন সীমানা পুনর্নির্ধারণ করা হবে না।
সংশিস্নষ্ট কর্তৃপৰের কাছে তা জানতে চেয়ে রম্নল জারি করেছে আদালত। রম্নলের পরবর্তী শুনানি ২৩ ফেব্রম্নয়ারি। বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি বোরহান উদ্দিনের দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। মামলার বাদী মিরপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন। তিনি মামলায় বিবাদী করেছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার পরিষদকে। বাদীর পক্ষে মামলার শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। শুনানি শেষে ব্যারিস্টার আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, মিরপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের ভোটারদের বড় ধরনের পার্থক্য রয়েছে। মিরপুর-১০ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১০ হাজার। অন্যদিকে, মিরপুর-৬ নং ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৯১ জন। এই দু'টি জায়গা কাছাকাছি সত্ত্বেও ভোটারদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এ ছাড়া ২০০৪ সালে ১৭টি মৌজা সিটি কর্পোরেশনের অনত্মভর্ুক্ত করা হয়। অথচ মৌজাগুলো অনত্মভর্ুক্ত করা হলেও নতুন কোন ওয়ার্ডের সৃষ্টি হয়নি। যেহেতু সেখানে নতুন কোন ওয়ার্ড সৃষ্টি করা হয়নি। সেখানে কমিশনার কে হবেন। এ সমসত্ম ওয়ার্ডের পরিধিগুলো ভাগ করা হোক। ভোটারের অসঙ্গতি দূর করা হোক। এর পরবতর্ীতে তফসিল ঘোষণা করা হোক।

No comments

Powered by Blogger.