৬শ' সহকারী শিক্ষকের নিয়োগপত্র ছেড়েছে মাউশি

 দেশের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৬শ' সহকারী শিক্ষকের নিয়োগপত্র ছাড়ল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। প্রয়োজনীয় সকল কাজ শেষ করে রবিবার সদ্য নিয়োগ পাওয়া এই শিৰকদের ঠিকানায় নিয়োগপত্র ছেড়েছে মাউশি।
নিয়োগ হাতে পাওয়ার পর আগামী ১৩ মার্চের মধ্যে শিক্ষকদের নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিৰা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক জাকির হোসেন সার্বিক কাজ সুন্দরভাবে সমাপ্ত করতে পারায় সনত্মোষ প্রকাশ করেছেন। অধ্যাপক জাকির হোসেন জনকণ্ঠকে বলেন, সকল নিয়োগপত্র শিক্ষকদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষকরা মাউশির ওয়েবসাইট () থেকেও নিয়োগপত্র ডাউনলোড করে কাজে যোগদান করতে পারবেন। এমনকি শিৰা অধিদফতরে এসেও সরাসরি তাঁরা নিয়োগপত্র নিতে পারবেন।

No comments

Powered by Blogger.