র্যাবের 'বন্দুক যুদ্ধে' কসাই ফিরোজ নিহত

স্টাফ রিপোর্টার রাজধানীর কাফরম্নলে র্যাবের 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম ফিরোজ ওরফে কসাই ফিরোজ (৩৪)। র্যাব জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি পরিত্যক্ত জায়গায় আড্ডা দিচ্ছিল।
র্যাবের টহলদল এ সময় তাদের চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা তাদের লৰ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরৰার্থে গুলি চালায়। এতে উভয় পৰে গুলি বিনিময়ে কসাই ফিরোজ গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত সন্ত্রাসী কসাই ফিরোজ, ঠিকানা ভাসমান বলে উলেস্নখ করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত সোয়া ৩টায় কাফরম্নল থানাধীন পুরাতন কচুৰেত নূর মসজিদের উত্তর পাশে আক্তার অটো মোবাইল ওয়ার্কশপের সামনের ফাঁকা জায়গায় ৬/৭ অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছিল। এ সময় র্যাব-৪ মিরপুর-১ নং পাইকপাড়ার টহলরত দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা র্যাবকে লৰ্য করে গুলি চালায়। র্যাব আত্মরৰার্থে সন্ত্রাসীদের লৰ্য করে গুলি চালায়। উভয়ের মধ্যে ২/৩ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় কসাই ফিরোজ গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদের উপস্থিতিতে কাফরম্নল থানার এসআই এমদাদুল হক কসাই ফিরোজের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদনত্মের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তার বুকের বাম পাশে তিনটি ও ডান পাশে ১টি গুলিবিদ্ধ হয়েছে। নিহতের পিতার নাম মোঃ আঃ কাদের মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার শেনহাটি গ্রামে।

No comments

Powered by Blogger.