উলফা চেয়ারম্যান রাজখোয়ার জামিন

উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া জামিন পেয়েছেন। বৃহস্পতিবার রাতে গুয়াহাটির একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজখোয়ার মুক্তির খবর পাওয়া যায়নি।
২০০৯ সালের নভেম্বরে ভারত-বাংলাদেশ সীমান্তে সাত সহযোগীসহ ধরা পড়েন রাজখোয়া; যদিও শুরু থেকেই গণমাধ্যম দাবি করছে, ঢাকায় গ্রেপ্তারের পর রাজখোয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এর পর থেকে তিনি গুয়াহাটির কামরুপ জেলে বন্দি।
জামিনের শর্তে বলা হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া তিনি আসামের বাইরে যেতে পারবেন না। সরকারের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেয়ে রাজখোয়াকে মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করছে ভারতের গণমাধ্যম। বৃহস্পতিবার জামিনের আদেশের পর রাজখোয়ার বড় ভাই অজয় রাজখোয়া বলেন, 'আশা করছি, রাজখোয়ার মুক্তির ফলে শান্তিপ্রক্রিয়ার পথ সুগম হবে।' তবে সরকারের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আত্মগোপনে থাকা উলফার আরেক শীর্ষ নেতা পরেশ বড়ুয়া।

No comments

Powered by Blogger.